কেন মেয়েরা পিছিয়ে আছে?
Hello,
সবাই কেমন আছো? আমি সোনালী মিস্ত্রি
আজকে তোমাদের সাথে একটা নতুন গল্প নিয়ে চলে আসলাম। আগে হয়তো তোমরা আমার একটা গল্প শুনেছ, যে, একটা মেয়ে কি করে তার জীবনে এগিয়ে এসেছে? কি কি প্রবলেম এ ফেস করেছে? সে বিষয়ে আবার তোমাদের সাথে কিছু কথা বলব! তোমরা জানো তো, মেয়ে মানে এমন একটা জিনিস যেদিন মেয়ের জন্ম হয় সেদিনই মেয়েদেরকে বলা হয় যে এ তোর মেয়ে হয়েছে? কেমন জানি করে সবাই বলে! যদি তোর ছেলে হত তাহলে হয়তো তোর সংসারের হালটা ধরত, বাবার সাথে কাঁধ মেলাতো! আর তোর মেয়ে হয়েছে, কি করবে? দুদিন পর তো অন্যের বাড়িতে দিতেই হবে! তো আমি সবসময় একটা কথাই ভাবি- মেয়ে মানে কি এটাই যে সব সময় চলতে-ফিরতে উঠতে বসতে কথা শুনতেই হবে, কেন মেয়েরা পিছিয়ে আছে? কেন মেয়েরা কিছু করছে না? আচ্ছা একটা ছেলে যদি বাবার সাথে কাঁধ মিলিয়ে সংসারের হাল ধরতে পারে, একটা মেয়ে কেন পারে না? অবশ্যই পারে! যদি সে মেয়েটা নিজের স্ট্রাগলটাকে নিজের স্বপ্নটাকে পূরণ করতে পারে, তাহলে অবশ্যই সেই মেয়েটাও তার সংসারের হাল ধরতে পারবে। সবার পাশে গিয়ে দাঁড়াতে পারবে। কেউ তখন বলতে পারবে না যে, হ্যাঁ পিছিয়ে আছে বা কিছু করতে পারে না। দুনিয়া তো বলার জন্যই আছে। আজকে তুমি ভালো কাজ করবে তোমাকে কেউ দাম দেবে না, তবে তুমি রাস্তায় গিয়ে পড়ে থাকো তোমার কিছু হোক কিন্তু তোমার বাড়িতে খবর যাবে না এটাই হচ্ছে দুনিয়া। লোক সব সময় পিছনে বলতেই থাকে। বলবেই! বলাটাই লোকের কাজ। কিন্তু করাটা হচ্ছে নিজের কাজ। তুমি যা করবে তা তোমার থাকবে, তুমি যা করবে না তা কোনদিনই তোমার থাকবে না। তুমি যদি মনে করো আমি জীবনে একটা ভালো কাজ করছি, তাহলে সেটা তোমার সাথে সারা জীবন থাকবে আর তুমি যদি মনে কর যে এত সমস্যা, এই কাজ করতে লোকে বলছে, সবাই বলছে, তা শুনে তুমি সেই কাজ ছেড়ে দেবে তাহলে মনে করো তুমি জীবন থেকে পিছিয়ে পড়বে। তাদের কথা শুনে যদি তুমি কোন কাজ না করো তাহলে তুমি সবসময় পিছিয়ে পড়ে থাকবে কারণ ওই তো আগে একবার বললাম লোক তো বলবেই পেছনে। কারণ বলাটাই লোকের কাজ আর করাটা হচ্ছে আমাদের কাজ, এটা সব সময় মনে রাখবে। একসময় আমি যখন সবার বিরুদ্ধে গিয়ে ঠিক করেছিলাম জীবনে অন্য রাস্তায় চলবো তখন ও সেম প্রবলেম! লোকে বলতো, তুই তো মেয়ে তুই কি করবি? তখনো লোক পেছনে বলতো, অনেক বিচ্ছিরি গালিগালাজ করত আর আজও কাজ করি আজও বলে হ্যাঁ মেয়ে মানুষ বাইরে গিয়ে কাজ করছে, জানিনা কি কি করছে? এটাই হচ্ছে লোক- দুনিয়া – পাবলিক! এককথায়, তোমরা যেভাবে বুঝবে যেভাবে নিবে, সেটা তোমাদের উপর ডিপেন্ড করবে, তোমরা যদি মনে করো যে দুনিয়ার এত কথা, লোকের এত কথা এইসব বিষয়ে যদি ভেবে পিছিয়ে থাকো তাহলে তুমি সত্যিই অনেক বড় ভুল করবে , এই সব কথা শুনে পিছিয়ে পড়বে না! সবসময় জীবনে এগিয়ে যাবে – এটাই আমাদের কাজ। আজকে এটুকুই, পরে আবার তোমাদের সাথে কথা বলবো। ভালো থেকো সবাই।…….. ☺️
Responses